দুই প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ অনুমোদন
দুই প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ অনুমোদন
দুটি প্রকল্পে ৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
রোববার সংস্থাটির বাংলাদেশ কার্যালয় থেকে রবিবার বিষয়টি জানানো হয়েছে। এর আগে ৫ জুন ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
বিশ্বব্যাংক সূত্র জানায়, দ্বিতীয় ন্যাশনাল এ্যাগ্রিকালচার টেকনোলজি কর্মসূচির আওতায় স্ট্রং ফাইনান্সিয়াল সেক্টর এ্যান্ড টু ইমপ্রুভমেন্ট এ্যাগ্রিকালচার প্রডাকটিভিটি ফর ওয়ান মিলিয়ন পোওর ফারমারস শীর্ষক প্রকল্পের জন্য ৩০ কোটি মার্কিন ডলার এবং ফাইনান্সিয়াল সাপোর্ট প্রজেক্টের জন্য ১৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ব্যয় করা হবে।
এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর ইউহানেস জাট বলেন, ‘এ প্রকল্প দু’টি বাস্তবায়নের মধ্যদিয়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে সহায়ক হবে। সেইসঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাপক ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ গত দশকে দারিদ্র্য নিরসনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা রক্ষায় কৃষি উৎপাদন বাড়াতে হবে।’