‘দুই নেত্রীর শর্তহীন সংলাপ চায় জনগণ, প্রধানমন্ত্রী রাজি’

08/11/2013 12:12 pmViews: 11

obaidurkader21প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংঘাত এড়াতে দুই নেত্রীর মধ্যে শর্তহীন খোলামেলা সংলাপ চায় জনগণ। বলেছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো স্থানে যেকোনো সময় শর্তহীন সংলাপে বসতে রাজী।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর কবিরহাট পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

হরতাল প্রসঙ্গে তিনি বলেন, হরতালে খেটে খাওয়া মানুষ ক্ষতিগ্রস্ত হয়। গত কয়েক দিনের হরতালে ৮ শিশুসহ প্রাণ হারিয়েছে ২৬ জন। আহত হয়েছে কয়েকশ। এদেশের মানুষ হরতাল চায় না। হরতালে পরীক্ষার্থীদের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। বিরোধী দল ঘন ঘন হরতাল বোমাবাজি করে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী সরকারের এই মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, দুইদিনের মধ্যে দুই নেত্রীকে সংঘাত এড়াতে সংলাপে দেখতে চায় দেশের জনগণ। তাই হরতাল বোমাবাজি বন্ধ করে বিরোধী দলকে শর্তহীনভাবে এই মুহূর্তে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

ক্ষমতাসীন দলের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে অর্থবহ নির্বাচন করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

এর আগে যোগাযোগমন্ত্রী কবিরহাটে ২০০ ও কোম্পানীগঞ্জ উপজেলাসহ ৪০০ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ লাখ টাকা অনুদান দেন।

Leave a Reply