দুই নেত্রীর ফোনালাপ জনসম্মুখে প্রকাশ করা হবে : ইনু

28/10/2013 6:26 pmViews: 9

Hasanul+Haq+Inuপ্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ফোনালাপ জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে সবাইকে জানানোর জন্যই তাদের ফোনালাপ প্রকাশ করা হবে। যাতে এ নিয়ে জনমনে কোনো বিভ্রান্তি না থাকে। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাশকতা বন্ধ করে হরতাল প্রত্যাহার করে সংলাপে বসার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা নাশকতা উস্কে দিচ্ছে অভিযোগ করে ইনু বলেন, প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাব দেয়ার পরও হরতাল বহাল রাখায় বেগম জিয়া জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
খালেদাকে প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, আল্লাহ কি তার দিলে একটুও রহম দেননি। সৌদি থেকে হাজীরা আসছেন, জেএসসি পরীক্ষা হবে ও লেভেল পরীক্ষা হচ্ছে। তারপরও তিনি হরতাল প্রত্যাহার করছেন না। এভাবে চলতে থাকলে খালেদাকে হিংসার রানী বলবে।

Leave a Reply