দুই দিনের সফরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

22/03/2014 7:41 amViews: 5

 

দুই দিনের সরকারী সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসাদা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তিনি হযরত শাহাজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

তার এ সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সর্ম্পক জোরদারের লক্ষ্যে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সফরকালীন সময়ে শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে দ্বিপক্ষীয় সর্ম্পকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্য বৈষম্য কমানো ও বাংলাদেশে জাপানের আরো বিনিয়োগ বাড়ানো নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসাদা। তার সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ফুমিও কিসাদা । এছাড়াও বাংলাদেশ পোশাক আমদানী ও রপ্তানীর সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ এর প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে জাপানের ১ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে এবং উভয়মুখী বাণিজ্যের পরিমাণ হচ্ছে ২ বিলিয়ন ডলার। এর মধ্যে জাপানে বাংলাদেশের রফতানি বাণিজ্য হচ্ছে ৭০০ ডলার।

Leave a Reply