দুইবার প্রতারণার শিকার হয়েছি। তৃতীয় বার দেশের মানুষ আর প্রতারণার শিকার হবে না : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু। ডেড ইস্যু হবে কেন? এটা সবচেয়ে লাইভ ইস্যু। কারণ, আমরা মনে করি, এই সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বিগত নির্বাচনের আগে সংলাপে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমরা দুইবার প্রতারণার শিকার হয়েছি। তৃতীয় বার দেশের মানুষ আর প্রতারণার শিকার হবে না।
তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচন এবং তার আগে ২০১৪ সালের নির্বাচন মানুষ দেখেছে। আবার ওই জায়গায় ফেরত যাওয়ার প্রশ্নই উঠতে পারে না। তিনি বলেন, গত ১৮’তে (২০১৮ সালের নির্বাচনের আগে) ডেকেছিলেন আলোচনার জন্য, সংলাপের জন্য, আমরা গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আলোচনার মাধ্যমে যদি একটা অবস্থা তৈরি হয়, সেই অবস্থাতে আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারি, তাহলে জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা পরিবর্তন ঘটাতে পারব। কিন্তু ক্ষমতাসীনেরা সংলাপের প্রতিশ্রুতি রক্ষা না করায় তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
কারণ, তোমরা কখনোই প্রতিশ্রুতি রক্ষা করো না। জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি রাখো না। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব তরুণ কুমার দের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, তপন চন্দ্র মজুমদার, সুশীল বড়ুয়া, ভাইস চেয়ারম্যান অপর্ণা রায়, নিতাই চন্দ্র ঘোষ প্রমুখ।