দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে

30/03/2016 5:45 pmViews: 5
দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে’
 
'দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যেই মূহুর্তে আমরা প্রাপ্তি ও প্রত্যাশার কথা বলছি; যেই মূহুর্তে দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন, ঠিক সেই মূহুর্তে তার বেল কেটে (জামিন স্থগিত করে) তাকে আবারো কারাগারে পাঠিয়ে দেয়া হলো।
‘মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরাই গণতন্ত্র পুনরুদ্ধার করবো’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র উদ্যোগে সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘স্বাধীনতার ৪৫ এ প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশের সর্ববৃহৎ দলের মহাসচিবকে এভাবে কারাগারে রেখে সরকার কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আজকের এই আলোচনা সভায় ঐক্যবদ্ধভাবে দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর আমাদের প্রাপ্তির খাতায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, বেড রুমে সাগর-রুনি হত্যা হয়েছে, কুমিল্লায় মেধাবী ছাত্রী তনুকে ধর্ষণ করে হত্যা করেছে আর সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, দেশে এখন লুটেরাদের রাজত্ব চলছে। তারা বিনা ভোটে এমপি থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে গদিতে বসতে চায়। বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা কখনো দেখিনি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হতে। এই সরকার সেই তকমাও জাতিকে দেখালো।
২০ দলীয় জোটের শীর্ষনেতা, এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

Leave a Reply