দীপনের জন্য বিএনপির মিলাদ মাহফিল

05/11/2015 4:37 pmViews: 5
দীপনের জন্য বিএনপির মিলাদ মাহফিল

 

জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার জোহররের নামাজের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন,বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দলের সভাপতি এম এ মালেক, বিএনিপর সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন। তবে মিলাদ মাহফিলে দলের জ্যেষ্ঠ কোনো নেতাকে এ অনুষ্ঠানে দেখা যায়নি।

উল্লেখ্য, গত শনিবার দুর্বত্তদের হামলায় শাহবাগ আজিজ সুপার মার্কেটের প্রকাশনা কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপন নিহত হন। একই দিন আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিন জন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।

Leave a Reply