দি বারাকাহ ফাউন্ডেশন ও সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (সওয়াব) এর মত বিনিময় সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদকঃ দি বারাকাহ ফাউন্ডেশন ও সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (সওয়াব) গতকাল বুধবার, মার্চ ২২, ২০২৩ ঢাকার লালমাটিয়ায় সওয়াব কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় সওয়াব চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি বারাকাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ফখরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সাহাবুদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মো. রুহুল আমিন। সভায় বক্তাগণ বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন দি বারাকাহ হাসপাতালে পরিচালক জনাব নজরুল ইসলাম শাওন ও উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব আলতাফ হোসেন।
সভার শুরুতে বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপন করেন সওয়াব এর ফান্ডরেইজিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব নাজমুল হাসান। সভা শেষে তুরস্কের সাম্প্রতিক কালের ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় দি বারাকাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি অনুদান পৌঁছে দেয় সওয়াব চেয়ারম্যান এর হাতে। এখানে উল্লেখ্য সওয়াব তুরস্কের হেরাত ফাউন্ডেশন এর মাধ্যমে সেখানে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে গোড়া থেকেই কাজ করে আসছে।