দিয়াবাড়ি খাল থেকে বিপুল পরিমাণ ওয়ারলেস সেট-যন্ত্রপাতি উদ্ধার

25/06/2016 3:59 pmViews: 18
দিয়াবাড়ি খাল থেকে বিপুল পরিমাণ ওয়ারলেস সেট-যন্ত্রপাতি উদ্ধার
 
দিয়াবাড়ি খাল থেকে বিপুল পরিমাণ ওয়ারলেস সেট-যন্ত্রপাতি উদ্ধার

১৮ জুন উদ্ধার হওয় অস্ত্র-গুলি
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি খাল থেকে বিপুল পরিমাণ ওয়ারলেস সেট ও এর যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। তিনটি ট্রাভেল ব্যাগ থেকে এসব ওয়ারলেস ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। দিয়াবাড়ির এই স্থানটি থেকে গত শনিবার (১৮ জুন) ৯৭ পিস্তল, ৪৬২টি ম্যাগজিন, ১ হাজার ৬০টি গুলি ও ১০টি বেয়োনেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ওয়ারেলেস সেট ও যন্ত্রপাতি ওই অস্ত্রের চালানের অংশ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার বিধান চন্দ্র ত্রিপুরা বলেন, ট্রাভেল ব্যাগ থেকে বিপুল পরিমাণ ওয়ারলেস সেট, যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এসব কারা ফেলেছে তা তদন্ত করা হচ্ছে।

Leave a Reply