দিল্লির আইনমন্ত্রী জিতেন্দর সিং গ্রেফতার

স্থানীয় পুলিশ জানায়, গত রাতে জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। ভুয়া ডিগ্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ৪২০ (প্রতারণা) সহ ইন্ডিয়ান পেনাল কোডের একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৪২০-এর সঙ্গে তাঁর বিরুদ্ধে আইপিসি-র ৪৬৭ (জালিয়াতি), ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) ও ১২০ (বি) (অপরাধমূলক ষড়যন্ত্র) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে জানা গেছে, এই মুহূর্তে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নজীব জঙ্গের সঙ্গে কেজরি সরকারের বিরোধ তুঙ্গে। আর এই সময়েই জিতেন্দ্র সিংয়ের গ্রেফতারিতে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল কেজরি ব্রিগেড।
এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসসি।
আপ নেতা সঞ্জয় সিং দাবি করেন, ‘সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই আদালতে জবাব দিয়েছে। বিশ্ববিদ্যালয় তরফেই জানানো হয়েছে সমস্ত ডিগ্রিই খাঁটি। এর পরেও ওনাকে গ্রেফতার করার কী অর্থ?
সিং জানান, লেফটেন্যান্ট গভর্নর, দিল্লি পুলিস কমিশনার ও মোদী সরকার একযোগে এই ধরণের ঘৃণ্য চক্রান্ত করে আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরা ভয় পাওয়ার বান্দা নই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবেই।