দা-কুড়ালের হুমকি দিয়ে লাভ নেই : নাহিদ
বরিশাল প্রতিনিধি ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, দা-কুড়ালের হুমকি দিয়ে লাভ নেই। এসবকে জনগণ এখন আর ভয় পায়না। শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া হাইস্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা বলেছেন।
মন্ত্রী শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, অন্য যে কোনো সরকারের তুলনায় এ সরকারের আমলে শিক্ষার পরিবেশ ভালো হয়েছে। মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। মন্ত্রী আরো বলেন, আগামী ২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে। সে লক্ষ্যে শিক্ষামন্ত্রী নেতা-কর্মী ও সমর্থকদের প্রস্তুত হওয়ারও আহ্বান করে।
অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, বরিশাল মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিম, মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাহেব হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।