দাস হিসেবে নিজেদের কোনোদিন মেনে নিতে পারব না: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু চিরদিন এখানে অমর হয়ে থাকবেন। আমার প্রধান পরিচয়-আমি বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্র কর্মী। তার শিখিয়ে দেওয়া পথ ও সংবিধান অনুযায়ী নিজেদের কোনোদিন দাস হিসেবে মেনে নিতে পারব না। হতাশ হবার কোনো কারণ নেই। এখনও আমরা আপসহীনভাবে যুদ্ধ করছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাব। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর গণফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. কামাল বলেন, এ দেশের মাটি স্বৈরাচারের জন্য নয়। এ মাটির মালিক জনগণ। সংঘবদ্ধ যদি হন তাহলে কোনো শক্তি আপনাদের পরাজিত করতে পারবে না, ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ হন। অনেক লোভ দেখাবে, কাজে দেবে না। বাঙালির একটা বৈশিষ্ট্য আছে। তারা অন্যায়ের কাছে কখনও মাথা নত করবে না। বঙ্গবন্ধুও বলেছিলেন, অন্যায়কে যে অন্যায় বলে চিহ্নিত করতে পেরেছে তারা কখনও মাথা পেতে নেবে না। বঙ্গবন্ধু সংবিধানে আমাদের দেশের মালিক বানিয়ে গেছেন। কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না।
আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, জগদ্দল পাথরকে বুকের ওপর থেকে সরাতে হবে। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য।
আলোচনায় সভাপতিত্ব করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপিকা বিলকিস বানু, অ্যাডভোকেট খালেকুজ্জামান, মোশতাক আহমেদ প্রমুখ।