দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে : খালেদা জিয়া

11/01/2015 10:35 pmViews: 8

 ঢাকা, ১১ জানুয়ারি  : আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সংলাপের আহ্বান ছাড়া অবরোধ কর্মসূচির অবসান হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ অবরোধ চলবে।

রবিবার রাত পৌনে ৮টার দিকে তিনি এসব কথা বলেন। দলের স্থায়ী কমিটির তিনজন সদস্য খালেদা জিয়ার কার্যালয়ে গেলে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সংবাদিকদের কাছে খালেদা জিয়ার বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দি নয় বন্দি করে রাখা হয়েছে। যে পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে সেই পুলিশই বিএনপি চেয়ারপারসনের প্রতি নিরাপদ স্থান থেকে পিপার স্প্রে নিক্ষেপ করেছে।

তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জনগণকে তার পাশে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন ।

বিজেপি সভাপতি অমিত শাহ কি আদৌ ফোন করে খালেদা জিয়ার অসুস্থতার খোঁজ নিয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রফিকুল বলেন, অমিত শাহর সঙ্গে নেত্রীর কথা হয়েছে।

এছাড়া খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান  লে. জে. (অব) মাহবুবুর রহমান, এরপর আসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

এর কিছুক্ষণ পরে প্রবেশ করেন খালেদা জিয়ার উপদেষ্টা এজে মোহাম্মদ আলী।

Leave a Reply