দাবি অধিবেশনে তুলতে ৩০০ এমপিকে স্মারকলিপি
এমপিওভুক্তির দাবি জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে উত্থাপনের জন্য ৩০০ সংসদ সদস্যকে (এমপি) স্মারক লিপি দেয়া হয়েছে। শনিবার এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের এক প্রতিনিধি দল সংসদ ভবন এলাকায় সংসদ সদস্যদের অফিসে ও বাসায় গিয়ে স্মারকলিপিগুলো পৌছে দেন বলে জানা গেছে।
রোববার জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে রোববার ‘গণসংহতি সমাবেশ’ করবেন স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের এ কর্মসূচি শুরু হবে।
এমপিদের স্মারকলিপি দেয়ার বিষয়ে আন্দোলনের নেতৃত্বদাতা সংগঠন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ এশারত আলী বলেন, আমরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাদে বাকি ৩০০জনকে এই স্মারকলিপি দিয়েছি। এতে বলা হয়েছে, ১০ থেকে ১৫ বছর ধরে ২০ লাখ শিক্ষার্থীকে পাঠদানকারী প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন-যাপন করছেন।
ওদিকে আন্দোলনের ১৩তম দিনে লাগাতার অবস্থান কর্মসূচিতে শনিবার নতুন করে শিক্ষকরা যোগ দিচ্ছেন। একটানা ছয়দিন অনশন পালনের পর বিশিষ্ট নাগরিকদের অনুরোধে শিক্ষকরা বুধবার তা ভাঙেন।
এরপর থেকে তারা একইস্থানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত শিক্ষকরা প্রেসক্লাবের সামনেই রাতদিন অবস্থান করছেন। শুক্রবার দিবাগত রাতে হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়ায় দু’জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
তারা হলেন, ঝিনাইদহের আনোয়ার হোসেন এবং মাগুরার দেলোয়ারা বেগম। শনিবার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিকাল পৌনে ৫টার দিকে এ রিপোর্ট লেখাকালে সেখানেই তারা চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন এই আন্দোলনের নেতৃত্বদাতা সংগঠন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ এশারত আলী। তিনি বলেন, দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, শিক্ষক-কর্মচারীরা এর আগে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত লাগাতার অনশন কর্মসূচি পালন করেন।
গত ৫ নভেম্বর থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এভাবে আন্দোলনের ১৩তম দিন পার হয়েছে শনিবার।