দাবাং থ্রি-তে সালমানের নায়িকা বাঙালি

26/12/2017 10:40 amViews: 35
দাবাং থ্রি-তে সালমানের নায়িকা বাঙালি
 
দাবাং থ্রি-তে সালমানের নায়িকা বাঙালি
সালমান খানের সুপার ডুপার হিট সিনেমা দাবাং। ওই সিনেমার পর্দার চুলবুল পান্ডের কমেডি, অ্যাকশন এখনো মানুষের চোখে ভাসে। দাবাং টু-তেও সালমান চিলেন অনবদ্য। এরই ধারবাহিকতায় আসছে দাবাং থ্রি। আর এই ছবিতে সালমানের বিপরীতে আসছেন বাঙ্গালি মেয়ে মৌনী রায়।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, সালমানের হাত ধরেই বলিউডে অভিষেক হবে এই বাঙালি কন্যার। বহুদিন থেকেই মুম্বাইবাসী মৌনী রায়। বহু বছর আগে হিন্দি সিরিয়াল ‘কিঁউ কি শাস ভি কাভি বহু থি’ দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর বহু হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে সম্প্রতি তার অভিনীত ‘নাগিন’ সিরিয়ালটি ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে। তাকে নাকি অনেকেই পিছন থেকে ‘নাগিন’ বলে ডেকে থাকেন। সেই ‘নাগিন’ -এর এবার অভিষেক ঘটছে বলিউডে। তাও ফের সালমানের বিপরীতে।
অভিনেত্রী মৌনী রায়ের জন্ম ১৯৮৫ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।

Leave a Reply