দাগনভূঞায় ৩ ভোটকেন্দ্রে আগুন

03/01/2014 9:22 amViews: 9

ফেনীর দাগনভূঞা উপজেলার ৩টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি কেন্দ্রের প্রায় সবগুলো কক্ষ পুড়ে গেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১টার দিকে উপজেলার পূর্বচন্দপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে টিনশেড ওই ভবনের কয়েকটি কক্ষের চেয়ার-টেবিল পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। একই সময়ে পার্শ্ববর্তী জায়লাশকর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল গার্লস স্কুল ও মাতুভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ভবনের কিছু বেঞ্চ পুড়ে যায়।

– See more at: http://www.bd-pratidin.com/2014/01/03/35748#sthash.xUy9qjzD.dpuf

 

Leave a Reply