দাউদকান্দি উপজেলা নির্বাচন বর্জন করলো বিএনপি
কুমিল্লা, ৯ মে:
প্রকাশ : ০৯ মে, ২০১৫
ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগে দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বর্জনের ঘোষণা দেন তার প্রধান নির্বাচনী এজেন্ট মাসুম রেজা মিন্টু।
সংবাদ সম্মেলনে মাসুম রেজা মিন্টু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ করেন।
তিনি বলেন, অনেক কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলীর সমর্থকরা কেন্দ্র দখল করে দিয়ে একতরফাভাবে আনারস প্রতীকে ভোট প্রয়োগ করছেন।
পুনরায় নির্বাচনের দাবি করে মিন্টু বলেন, নির্বাচনে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেলেও নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের কোনো তৎপরতা দেখা যায়নি। এ কারণে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী জানান, যেকোনো ফলাফল মেনে নিতে তিনি প্রস্তুত।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।