দশম সংসদের স্পিকার মনোনয়ন মঙ্গলবার
ঢাকা, ২৭ জানুয়ারি : আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক মঙ্গলবার সন্ধ্যা ৬টায়। জাতীয় সংসদের নবম তলায় সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। আর এতেই দশম সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত করা হবে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে চিপ হুইফ আ স ম ফিরোজ। এজন্য তিনি সরকার দলের সকল সংসদ সদস্যকে বৈঠকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় জাতীয় সংসদের নবনির্বাচিত ৫ হুইপও উপস্থিত ছিলেন।
মঙ্গলবারের বৈঠকে দশম সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের মনোনয়নের বিষয়টি নিশ্চিত হতে পারে।
চিপ হুইফ বলেন, সংসদে ৮-১০ জন স্পিকার হওয়ার মতো যোগ্যতা রাখেন। এর থেকে সংসদ নেতা যাকে পছন্দ করবেন তাকেই আমরা মেনে নেবো।
সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল সংসদীয় দলের বৈঠক হবে। আমি আগেও বলেছি, আমাদের দলে ৮-১০ জন আছেন- যারা স্পিকার, ডেপুটি স্পিকার হওয়ার যোগ্য।
সংসদীয় দলের বৈঠকে আলোচনার সুযোগ থাকলে আমরা সবাই স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন নিয়ে আলোচনা করব। আর যদি সংসদ নেতা কোনো সিদ্ধান্ত দেন তবে আমরা সর্বসম্মতভাবে তা মেনে নেব।
শুক্রবার আ স ম ফিরোজকে প্রধান হুইপ এবং আতিউর রহমান আতিক, মো. শাহাব উদ্দিন, ইকবালুর রহিম, সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন) ও শহীদুজ্জামান সরকারকে হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।
সংবিধানের বিধান অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টায় দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে।