‘দলীয় ব্যক্তির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’

19/02/2017 11:56 amViews: 9
‘দলীয় ব্যক্তির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’
 
‘দলীয় ব্যক্তির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি বিএনপির প্রস্তাবের ব্যত্যয় ঘটিয়েছেন। জনগণের প্রত্যাশার প্রতিফলন না ঘটিয়ে তিনি একজন অযোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। যিনি বিতর্কিত ও দলীয়। তার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব নয়।
শনিবার দুপুরে সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনা জেলা শাখা আয়োজিত নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়নে ‘অংশগ্রহণমূলক নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। এমনকি বিদেশিদেরও কোনো আস্থা নেই। বিএনপি গণতন্ত্র, সংবিধান এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করছে। যে কারণে নির্বাচন কমিশন গঠনে আলোচনার ক্ষেত্র তৈরিতে ১৩দফা প্রস্তাব দেওয়া হয়। এখন নির্বাচনকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত করছে বিএনপি। যা অচিরেই প্রস্তাব আকারে পেশ করা হবে।
সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, সংবিধান রচিত হয়েছে জনগণের প্রয়োজনে। জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে না আনলে আজ আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না। এখন আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে জনগণের ভোট এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে।
তিনি আরো বলেন, দেশ ও জনগণের প্রয়োজনে একবার নয়, বার বার সংবিধান সংশোধন বা পরিবর্তন করা হতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি জাতীয়তাবাদী মতাদর্শের পেশাজীবীদের দেশব্যাপী জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত গণতন্ত্র, সংবিধান এবং নিয়মতান্ত্রিক রাজনীতিতে পথ চলবে। কিন্তু এ পথ শেষ হলে তারা চূড়ান্ত আন্দোলনে যাবে। তবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনোভাবেই জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলেও উল্লেখ করেন তিনি।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. সেখ মো. আখতার-উজ-জামান।

Leave a Reply