দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আশংকা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সরকারের হস্তক্ষেপ আরো বেড়ে যাবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে, তা নিরপক্ষতা এবং গ্রহণযোগ্যতা হারাবে।
সম্প্রতি দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার একটি পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন রিপন।
বিএনপির মুখপাত্র বলেন, সারা দেশে জেলা-উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পর্যায়ে জনপ্রতিনিধিদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। শাসকদলীয় লোকদের তারা সেই কালো আইনের ভিত্তিতে ভারপ্রাপ্ত মেয়র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইত্যাদি পদে বসিয়েছেন এবং গেজেট নোটিফিকেশন করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করেছে।
রিপন অভিযোগ করে বলেন, যেখানে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনের এ হাল, তখন দলীয় প্রতীকের মাধ্যমে যখন এ নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন তারা বিএনপির প্রার্থীদের, বিএনপির মনোনীত এবং বিএনপি থেকে যাঁরা জিতবেন, তাঁদের সরকার বের করে দিতে পারবে।
সম্প্রতি স্থানীয় নির্বাচনের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নির্দলীয় নির্বাচন হওয়ার পরেও শাসক দল স্থানীয় নির্বাচনে যে নগ্নতার পরিচয় দিয়েছে, তাতে এই নির্বাচন ইতোমধ্যেই জনআস্থা হারিয়েছে। এমন পরিস্থিতিতে দলীয়ভাবে অনুষ্ঠিত হলে এই নির্বাচনের প্রতি মানুষের অবশিষ্ট আস্থাটুকুও থাকবে না।
বিএনপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের দাবি আড়াল করতেই সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। সর্বমহল থেকে জাতীয় নির্বাচনের চাপ রয়েছে।এটি গণ দাবি। অথচ সরকার সেই দাবি উপেক্ষা করে কম গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। এটি জাতীয় দাবিকে আড়াল করার সরকারের অপকৌশল মাত্র।
সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন।