দলভিত্তিক পৌরসভা নির্বাচন সম্পন্ন সংক্রান্ত অধ্যাদেশটি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
গত ২ নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন। ৩ নভেম্বর এটি গেজেট আকারে প্রকাশ হয়।
অধ্যাদেশে নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, কোন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে কোন রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোন বিষয় অধ্যাদেশটিতে থাকবে।