“ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠির জীবনযাত্রার মানউন্নয়নে ছওয়াব ফাউন্ডেশনের মহতী উদ্যোগ”

নিজস্বপ্রতিবেদক: বেসরকারী ও সামাজিক উন্নয়ন সংস্থা ‘ছওয়াব ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত এবং আকস্মিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রামে ছওয়াব ফাউন্ডেশন এর নিজস্ব অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন, সুধি সমাবেশ ও দরিদ্র অসহায় মানুষের জীবনযাত্রার মানউন্নয়নে ২০টি দরিদ্র পরিবারের মাঝে আয় বর্ধক বা সাবলম্বীকরণ সম্পদ যেমন, গবাদিপশু (৩টি গরু ও ১২টি ছাগল) এবং ৫টি দোকানে মুদি মালামাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছওয়াব ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার জনাব মো: বোরহান উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান। প্রধান বক্তা হিসেবে ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সভাপতি রাবেয়া চৌধুরী মহিলা কলেজ ও বিশিষ্ট সমাজ সেবক, প্রধান আলোচক হিসেবে ছিলেন মাওলানা আব্দুর রশিদ, অধ্যক্ষ, ছিটমীরগঞ্জ কামিল মাদ্রাসা, জলঢাকা, নীলফামারী এবং বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মোহাম্মদ সালেহ, অধ্যাপক, আরবী বিভাগ, ছিটমীরগঞ্জ কামিল মাদ্রাসা, জলঢাকা, নীলফামারী ও জনাব লোকমান হোসাইন তালুকদার, প্রোগ্রাম ম্যানেজার, ছওয়াব ফাউন্ডেশন প্রমূখ এবং সভাপতিত্ত¡ করেন জনাব মীর সোহেল (দাতা সদস্য পরিবারের পক্ষে) ।
প্রধান অতিথির বক্তবে ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ছওয়াব ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। অত্র এলাকায় টিউবওয়েল, জীকাকায়ন, গরীব অসহায় পূর্নবাসন, শীত বস্ত্র বিতরণ ও চোখের ছানি অপারেশনসহ নানাবিধ মানবিক কাজ করেছে। অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের স্থানীয় এবং উর্ধ্বতন পর্যায়ের প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে কাজ করার সুনাম রয়েছে; যা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।