দক্ষিণ হালিশহরে একাডেমি কাপের

19/10/2024 2:28 pmViews: 1

মির হোসেন ‍স্টাফ রির্পোটারঃ নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপের

ওয়াম -আপ ফুটবল ম্যাচে সিনিয়র টিম (সাদা দল)৪-০গোলে জুনিয়র টিম নীল দল কে হারিয়েছে।

শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের আরাফাত, আকরাম, আমির,ওয়াসি গোল করে।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের মোঃআরাফাত

খেলা শেষে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজকর্মী মোঃ হিরা (বাপ্পী),কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব, মানবাধিকার সংগঠক মোঃ কবির হোসেন,আরো উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক, টিম ম্যানেজার মুঃ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, মানবাধিকার সংগঠক ও টিম পরিচালক মোঃখলিলুর রহমান হাওলাদার,হিউম্যান রাইটসের চট্রগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম,মোহাম্মদ জাকির হো হাসান ,ওমর ফারুক খান সৌরভ, মোঃ গোলাম রাসেল,মনিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক শামিম আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক সানি আহমেদ,সোহাগ মিয়া, মোঃ তানভীর এবং কার্য্য নির্বাহী সদস্য মোঃ নিজাম উপস্থিত ছিলেন।

এছাড়া একাডেমির মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, সহকারী সমন্বয়কারী মোঃ আরিফ, অভিভাবক সদস্য মোঃ খোরশেদ আলম, ইকবাল হোসেন সহ একাডেমির সদস্য বৃন্দ।

খেলা পরিচালনা করেন রেফারি বাবুল হোসেন বাবলা, সহকারী ছিলেন মোঃ নাঈম হোসেন ও মোঃ জিসান।

Leave a Reply