দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ২১

28/05/2014 4:53 pmViews: 7

 

 

সিউল, ২৮ মে  : দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় জানসেয়ং জেলার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। এতে ২১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন রোগী এবং ১ নার্স রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে রাজধানী সিউল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে হায়ওসারাং হাসপাতালের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নিহত রোগীদের অধিকাংশের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে বা তারও বেশি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই তারা মারা যান। এ ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান।

Leave a Reply