দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ঢাকায়

30/06/2015 6:28 pmViews: 5
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ঢাকায়

 ৩০ জুন, ২০১৫

বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের বহনকারী ইকে ৫৮২ বিমানটি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। ফ্লাইট মিস করায় বিকালে পৌঁছেছে দলটি।

তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকানরা বাংলাদেশ সফরে আসছে। মঙ্গলবার এসেছে টোয়েন্টি২০ দল। এরপর ওয়ানডে সিরিজের তিনদিন আগে আসবে দেশটির ওয়ানডে স্কোয়াড। এরপর আসবেন দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডের সদস্যরা।

বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে সরাসরি টিম হোটেল সোনারগাঁওয়ে চলে গেছে অতিথিরা। মঙ্গলবার বিশ্রাম নিয়ে বুধবার থেকে প্র্যাকটিস শুরু করবে দক্ষিণ আফ্রিকা দল।

শুক্রবার একমাত্র টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে প্রোটিয়ারা মুখোমুখি হবে বিসিবি একাদশের। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

আগামী ৫ জুলাই সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ৭ জুলাই দ্বিতীয় শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দুটি ম্যাচেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

১০ ও ১২ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ২টি ওয়ানডে। এরপর ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।

একই ভেন্যুতে ঈদুল ফিতরের পর ২১ জুলাই হবে প্রথম টেস্ট। আর ৩০ জুলাই ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Leave a Reply