ত্বকের যত্ন

26/12/2016 5:20 pmViews: 152

ত্বকের যত্ন

শীতের সময় প্রাকৃতিক কারণেই ত্বক হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক ৷ যে কারণে ত্বকের জন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের৷ আলিস্যি বা ব্যস্ততা, যা-ই থাকুক না কেন, সময় বের করুন। শীতে নিয়মিত যত্ন না নিলে পরবর্তী সময়ে বারোটা বেজে যাবে আপনার ত্বকের! সৌন্দর্য সেবাকেন্দ্র বিন্দিয়া এক্সক্লুসিভের রূপবিশেষজ্ঞ শারমীন কচি জানালেন, ঘরে থাকা জিনিস দিয়ে রূপচর্চা করেই ত্বকে আনতে পারেন লাবণ্য৷ এ জন্য প্রতিদিন কিছুটা সময় রাখতে হবে ত্বকের জন্যই৷

১. ছোট একটা বাটিতে ১ চা-চামচ অলিভ অয়েল নিয়ে ৩ চা-চামচ পানির সঙ্গে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন৷ প্রতিদিন রাতে হাত, পা ও মুখের ত্বকে লাগিয়ে ঘুমোতে যান৷ শীতকালজুড়েই এটি ব্যবহার করতে পারেন৷ এই মিশ্রণ ত্বকের আর্দ্রতা বজায় রাখে৷

২. গোসলের আগে এক চা-চামচ মধু একটা ডিমের সাদা অংশের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত রেখে দিন৷ এরপর ১০ মিনিট সময় নিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে এই প্যাক মুখে ম্যাসাজ করুন৷ ত্বক দ্রুত সতেজ করতে এই প্যাক বেশ কাজে দেয়৷ এ ছাড়া ডিমের সাদা অংশ ত্বকের পোড়া ভাব দূর করে৷ সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহার করুন৷

৩. শীতে ত্বকের ডিপ ক্লিনজিং বেশ জরুরি৷ এ জন্য ২ চা-চামচ টকদইয়ের সঙ্গে ১ চা-চামচ পানি মিশিয়ে তুলা দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করে নিন৷ সঙ্গে ১ কাপ সুজি টেলে নিন৷ এবার টেলে নেওয়া সুজির সঙ্গে পানি মিশিয়ে পুরো ত্বকে হালকা করে ঘষতে থাকুন৷ সুজি ত্বকের ভেতর থাকা ময়লা বের করে আনে৷ এরপর ত্বকে আর্দ্রতা আনতে পাকা পেঁপের সঙ্গে দুধ মিশিয়ে স্মুদি তৈরি করে তা ত্বকে লাগিয়ে রাখুন৷

৪. এই প্যাকগুলো ব্যবহার করার পর মুখে র‍্যাশ উঠলে ডাবের পানি ব্যবহার করুন। এ ছাড়া এ সময় বাইরে বেরোলে যতটা সম্ভব ধুলোবালু এড়িয়ে চলুন।

Leave a Reply