ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টমেটোর ব্যবহার
সুস্বাস্থ্যের পাশাপাশির রূপচর্চায় টমেটোর রয়েছে নানাবিধ ব্যবহার। রোদে পোড়া দূর, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও বয়সের ছাপ কমানোসহ এই সবজিটির রয়েছে নানাবিধ ব্যবহার। এবার জেনে নেয়া যাক, রূপচর্চার ক্ষেত্রে টমেটোর কি কি ব্যবহার রয়েছে-
১. রোদে পোড়া দাগ ও রোদের কারণে ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য টমেটো সবচাইতে বেশি কার্যকরী। একটি টমেটো কেটে বিচির দিকের অংশ মুখে, গলায় ও হাতে ঘষে নিন। ১০-১৫ মিনিট রেখেপানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিনের ব্যবহারে দাগ দূর করার পাশাপাশি ত্বককে আরো উজ্জ্বল করবে।
২. ডার্ক সার্কেল ও বয়সের ছাপজনিত রিঙ্কেল দূর করতে টমেটো বেশ কার্যকরী। একটি টমেটোর রস নিয়ে তাকেক সমপরিমাণ লেবুর রস মেশান। মিশ্রণটি চোখের চারপাশে ও রিঙ্কেলের ওপর লাগিয়ে রাখুন। এক ঘণ্টা অপেক্ষা করে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ডার্ক সার্কেল ও রিঙ্কেলের সমস্যা দূর হবে।
৩. ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে ১ টেবিল চামচ টমেটোর রস, ১ টেবিল চামচ কমলালেবুর রস ও ১ টেবিল চামচ শসার রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখ পরিষ্কার করে মিশ্রণটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
* যাদের ত্বক মিশ্র তারা টমেটোকে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। টমেটোর রস ৩ চা চামচ, মধু ১ চা চামচ, গ্লিসারিন ২ ফোঁটা ও কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগান। এরপর দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* টোনার হিসেবে ব্যবহার করতে টমেটোর রস ও শসার রস, সমপরিমাণে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। দিনে যখনই মুখ পরিষ্কার করবেন তখন একবার পানি দিয়ে মুখ মুছে এই টোনার লাগিয়ে ৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এটি ত্বক টান টান রাখতে সাহায্য করবে। সূত্র: ওয়েবসাইট।