তেরেসা মেকে ট্রাম্পের ‘আমন্ত্রণে’র ভাষা দেখে বিহ্বল কর্মকর্তারা
তেরেসা মেকে ট্রাম্পের ‘আমন্ত্রণে’র ভাষা দেখে বিহ্বল কর্মকর্তারা
বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মেকে ‘আমন্ত্রণ’ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু আমন্ত্রণের সময় তার ব্যবহৃত ভাষা দেখে হতবিহ্বল হয়ে গেছেন বৃটিশ সরকারি কর্মকর্তারা। এ খবর দিয়েছে গার্ডিয়ান। খবরে বলা হয়, বেশ অস্বাভাবিক ও অপ্রেসিডেন্টসুলভ কায়দায় আমন্ত্রণ জানান ট্রাম্প। তাদের কথোপকথনের স্ক্রিপ্ট ফাঁস হয়ে গেছে। এতে দেখা যায়, বৃটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলছেন, ‘আপনি যদি আমেরিকায় আসেন, তবে আপনার উচিত হবে আমাকে জানানো।’ এ স্ক্রিপ্টের সত্যতা অস্বীকার করেনি প্রধানমন্ত্রীর কার্যালয়। বিলিয়নিয়ার ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর এটিই মের সঙ্গে তার প্রথম কথোপকথন ছিল। দু’দেশের ‘বিশেষ সম্পর্কে’র কথা উভয় নেতা পুনর্ব্যাক্ত করবেন, এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প যেভাবে মেকে আমন্ত্রণ জানিয়েছেন, তা অনেক টুইটার ব্যবহারকারীর মতে, একজন বন্ধুকে আমন্ত্রণ জানানোর মতো হয়ে গেছে, রাষ্ট্রীয় আমন্ত্রণ নয়। বৃটেনের দ্য টাইমস পত্রিকা জানিয়েছে, বৃহসপতিবার দু’নেতার মধ্যে ১০ মিনিটের ফোনালাপ হয়। এ ফোনালাপের সরকারি প্রতিলিপিতে ট্রাম্পের এমন আমন্ত্রণ রয়েছে। কথোপকথনে ট্রাম্প বলেন, তিনি বৃটেনের রানীর বড় ভক্ত। তিনি রানীকে তার শুভেচ্ছা পৌঁছে দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে বৃটিশ প্রধানমন্ত্রীর সফরে লাখ লাখ পাউন্ড খরচ হয়। এ সফর ঠিক করতে কয়েক মাস লেগে যায়।