তেজগাঁও-এ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ।
নিজস্ব প্রতিবেদকঃ তেজগাঁও-এ খেলাঘর মাঠ সংলগ্ন তেজকুনী পাড়া রেলওয়ের জায়গা হতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান সকাল ১০ ঘটিকা হতে আরম্ভ হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ও আইন শ্রীংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার মোঃ সফি উল্লাহর নেতৃত্বে উক্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনার সময় কোন প্রকার বাধার সম্মুখীন হতে দেখা যায়নি।
সরজমিনে স্থানীয়দের সাথে কথা বলে যানা যায় যে, প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনার মধ্যে কিছু সংক্ষক রেলওয়ে থেকে লিজ নেওয়া ছিল বলে তারা দাবি করে। রেলওয়ে থেকে লিজ দেওয়া জায়গা ও উচ্ছেদ করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। এই বিষয়ে রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার মোঃ সফি উল্লাহকে প্রশ্ন করা হলে তিন বলেন উচ্ছেদকৃত জায়গায় কোন প্রকার রেলওয়ের লীজ দেওয়া ছিল না। লীজ দেওয়া আছে মর্মে কোন প্রকার লীজের কাগজ পত্র থাকলে রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার জনাব মোঃ সফি উল্লাহ তাদেরকে কাগজ পত্র প্রদর্শনের জন্য বলেন। উপস্থিত কাউকে লিজের কাগজ পত্র প্রদর্শন করতে দেখা যায় নাই।
সরজমিনে কথা বলে যানা যায় স্থানীয় অনেকেই বলেন তাদেরকে কোন প্রকার নোটিশ দেওয়া হয় নাই। যার ফলে হঠাৎ করে উচ্ছেদ করার কারনে তাদের অনেক মালামাল নষ্ট হয়েছে এবং তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে সংশ্লীষ্ঠ কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে মাইকিং সহ একাদিক বার তাদেরকে অবগত করা হয়েছে এবং যথেষ্ট সময় দেওয়া হয়েছে বলে তিনি যানান। উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোঃ জালাল হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি, মোঃ শহীদুল্লাহ কমান্ডিং আর এম বি ঢাকা, মোঃ ইকবাল মাহমুদ কানুনগ ঢাকা, মোঃ আতিকুল ইসলাম সহকারী ভু-সম্পদ কর্মকর্তা ঢাকা, এছাড়া অন্যান্য রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকতা ও কর্মচারী গন উপস্থিত ছিলেন।
সর্বশেষ এক প্রশ্নের জনাবে রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার মোঃ সফি উল্লাহ এই প্রতিবেদকে বলেন রেলওয়ের জায়গা হতে এই ধরনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সরজমিনে দেখা গেছে তেজগাঁও-এ খেলাঘর মাঠ সংলগ্ন তেজকুনী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।