তেঁতুলিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ২

23/09/2013 4:24 amViews: 7

প্রতিবেদক,পঞ্চগড়: পঞ্চগড় জেলার সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার মুহুরীজোত গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে। আহত হয় প্রায় ২০ গ্রামবাসী।

সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ওই গ্রামে বিদ্যুতেরএকটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। গ্রামের লোকজন তাড়াহুড়ো করে দিগ্বিদিক ছুটতে গেলে আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, হঠাৎ করে ওই এলাকার একটি ট্রান্সফরমার প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে ১১ হাজার কেভি লাইনে আগুন ধরে যায়। এ সময় বিদ্যুতের শর্ট সার্কিটে গোটা গ্রাম বিদ্যুতায়িত হলে প্রামাণিক পাড়া গ্রামের শহিদা বেগম (৩৫) ও জামুরীজোত গ্রামের ইয়াকুব আলী (৫০) বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায়।

রোববার রাতেই তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান  ও তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ  মনোজ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply