তৃতীয় লিঙ্গ হিজড়া

11/11/2013 8:42 pmViews: 19

higra455210প্রতিবেদক: তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া স্বীকৃতি পেয়েছে। সোমবার এ সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অনুমোদনের ফলে লিঙ্গপরিচয়ের ক্ষেত্রে সরকারি নথি ও পাসপোর্টে স্ত্রী ও পুরুষ লিঙ্গ ছাড়াও লিঙ্গ হিসেবে হিজড়া উল্লেখ করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, দেশে প্রায় ১০ হাজার হিজড়া রয়েছেন। বিভিন্ন ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। এই অনুমোদনের ফলে বৈষম্য দূর হবে।

সচিব বলেন, এই সিদ্ধান্তের ফলে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যক্তির লিঙ্গ পরিচয় হিজড়া উল্লেখ করার সুযোগ থাকবে। ইংরেজিতেও হিজড়া শব্দ ব্যবহার করতে হবে।

বেশ কয়েকটি বেসরকারি সংগঠন দীর্ঘদিন ধরেই হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে আসছিল।

প্রসঙ্গত, ভারত, নেপাল ও পাকিস্তানে তাদেরকে এ স্বীকৃতি অনেক আগেই দেয়া হয়েছে।

Leave a Reply