তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
০১ আগস্ট ২০১৫,শনিবার
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সকালে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময় শুরু হয়নি। পরে বৃষ্টি থেমে গেলে দুপুর দেড়টায় মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠ পর্যবেক্ষণে নামে ম্যাচ অফিসিয়ালরা। মাঠ পর্যবেক্ষণের পরে সোয়া ২টায় খেলা শুরু করার সময় জানান। তবে খেলা ৪৫ ওভার ও বিকেল ৬টা পর্যন্ত খেলা হবে বলে জানান তারা।
কিন্তু খেলা শুরুর ২৫ মিনিট আগে আবারো ঝুম বৃষ্টি নামে। পরে বেলা ৩টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
গতকালও বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হয়েছে। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছিল বাংলাদেশ। হাফসেঞ্চু্রি করেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে তামিমের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ধাক্কা দেয়ার চেষ্টা করেন ডেল স্টেইন। তবে টপ অর্ডারে বাকি ব্যাটসম্যানদের দৃঢ়তায় সেই বিপর্যয় কাটানো গেলেও, শেষ বিকালে আবারো হঠাৎ ঝড়। তাতে ২৪৬ রান তুলতেই ৮ উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। উইকেটে ১৩ রান নিয়ে নাসির হোসেন রয়েছেন ক্রিজে। ব্যাট করা বাকি ছিল মুস্তাফিজুর এবং জুবায়ের হোসেনের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। প্রথম তিনদিন ভালোভাবে খেলা অনুষ্ঠিত হলেও, শেষ দুই দিন বৃষ্টির কারণে বলই গড়ানো যায়নি মাঠে। পরে ড্র হয়েছিল টেস্ট।
ঢাকা টেস্টেও বৃষ্টির শঙ্কা ছিল। তবে, ম্যাচ শুরুর আগের দুইদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় আশাবাদী হয়ে উঠেছিলেন বাংলাদেশ এবং প্রোটিয়া দলের ক্রিকেটাররা। কিন্তু খেলা মাঠে গড়াতে না গড়াতেই বৃষ্টির হানায় পরিত্যক্ত হলো দুই দিনের খেলা।