তুরুস্কে ভয়াবহ ভুমিকম্পে পিতা মাতা হারানো বাচ্চাদের মাঝে SAWAB এর খেলনা, পোষাক ও খাদ্য সামগ্রী বিতরন।
নিজস্ব প্রতিবেদকঃ SAWAB- Social Agency for Welfare and Advancement in Bangladesh নামক একটি সেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান এবং NAHAR- North American Humanitarian Aid and Relief এর এশিয়া ও ইউরোপ বিষয়ক প্রতিনিধি জনাব এস এম রাশেদুজ্জামান, গত ১০-১২ই জুন, ২০২৩ ইং তারিখ তুরস্কে ভয়াবহ ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তপরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভ‚মিকম্পে পিতা-মাতা হারানো এতিম বাচ্চাদের মধ্যে খেলনা, পোশাক এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ কাজে Hayrat Humanitarian Aid & Relief- Turkey নামাক স্থানীয় একটি সেচ্ছাসেবী সংস্থা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন Yunus Emre- international coordinator at Hayrat Aid, Musab Yusuf- Gaziantep Orphan Education Centre, Ubeyd Kosker in Kahramannaras- Representative of Hayrat Aid in Kahramanmaras. উল্লেখ্য যে, গত ৬ ফেব্রæয়ারী ২০২৩ সালে একটি শক্তিশালী ভ‚মিকম্প গাজিয়ানতেপ শহর থেকে পশ্চিমে তুরস্কেও দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় রাত ৪:১৭ মিটিটে (১:১৭ ইউটিসি) আঘাত হানে, যার ফলে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। সেই সময়ও SAWAB- Social Agency for Welfare and Advancement in Bangladesh নামক এই সংস্থা জরুরী ত্রান সহযোগীতা নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছিল।
উক্ত সফরে জনাব এস এম রাশেদুজ্জামান সাহেব বলেন ছওয়াব এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আরো কাজ করতে চাই এবং বিশে^র যেকোন স্থানে জরুরী পরিস্থিতি তৈরি হলে SAWAB এর টিম ত্রানসামগ্রী নিয়ে সেখানে উপস্থিত হবে ইনশাল্লাহ।