তুরস্কে শান্তির র‌্যালিতে বিস্ফোরণ, নিহত ২০

10/10/2015 2:49 pmViews: 9
তুরস্কে শান্তির র‌্যালিতে বিস্ফোরণ, নিহত ২০

 

তুরস্কের রাজধানী আঙ্কারাতে একটি শান্তি র‌্যালিতে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

শনিবার রাজধানীর একটি রেল স্টেশনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তুরস্কের নিউজ এজেন্সি দোগান জানিয়েছে।

কুর্দিদের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য এ র‌্যালির আয়োজন করে এইচডিপি পার্টি। স্থানীয় সময় বেলা ১২টায় র‌্যালিটি কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে পৌঁছলে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হতাহতদের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত জুন মাসে এইচডিপি আয়োজিত অপর এক র‌্যালিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

Leave a Reply