তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা

29/11/2015 2:17 pmViews: 6
তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা

 

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলেও দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে রাশিয়া। শনিবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন।

ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা ওই ডিক্রিতে রাশিয়া থেকে তুরস্কে বাণিজ্যিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি তুরস্ক থেকে কিছু পণ্য আমদানি স্থগিতের কথা বলা হয়েছে। এছাড়া রাশিয়ায় তুর্কি কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং কোনো রুশ কোম্পানিতে তুরস্কেও কোনো নাগরিকের কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার সিরিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র ছুড়ে জঙ্গি বিমান ভূপাতিত করার চার দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক তুরস্কের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল মস্কো।

আকাশসীমা লংঘনের বিষয়ে বারবার সতর্ক করার পরও সাড়া না পেয়ে বিমানটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান বলেন, রাশিয়ার বিমান ভূপাতিত করার কোনো ইচ্ছা তুরস্কের ছিল না। কিন্তু আকাশসীমা লঙ্ঘিত হওয়ায় সেনাবাহিনীকে দেয়া স্থায়ী নির্দেশনার অংশ হিসেবে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ায় বিমানটি ভূপাতিত করা হয়।

শুক্রবার এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায় রাশিয়া। আগুন নিয়ে খেলবেন না বলে হুশিয়ারি দেয়া হয় তুরস্কের প্রেসিডেন্টকে। এরপরই শনিবার সুর নরম করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এদিন তিনি রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এটা ঘটুক তা আমরা চাইনি। কিন্তু এটা ঘটেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমি আশা করি।

কিন্তু তারপরও তুরস্কের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে পুতিন তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করলেন।

Leave a Reply