তুরস্কের অবস্থানে বাংলাদেশ নমনীয় নয়: পররাষ্ট্রমন্ত্রী

26/05/2016 10:55 amViews: 7

তুরস্কের অবস্থানে বাংলাদেশ নমনীয় নয়: পররাষ্ট্রমন্ত্রী

 

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে তুরস্ক যে অবস্থান নিয়েছে তাতে বাংলাদেশ মোটেও নমনীয় নয়। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। দেশটির তরফে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তাদের রাষ্ট্রদূতকে ঢাকা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এ নিয়ে  কড়া বিবৃতি দিয়েছেন। এই ফাঁসির নিন্দা না করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান খোলাখুলি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। দিল্লিতে তুরস্কের রাষ্ট্রদূত বুরাক আকচাপার গত সপ্তাহে বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, নিজামীকে ফাঁসি দিয়ে বাংলাদেশ বড় ধরনের ভুল করেছে। এত কিছুর পরও বাংলাদেশের তরফে দেশটির বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। এ অবস্থায় আদৌ ঢাকার কোনো প্রতিক্রিয়া আছে কি-না? এমন প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে পাল্টা প্রশ্ন ছুড়েন তিনি। বলেন, তারা অবস্থান নিয়েছে, সে বিষয়ে আমরা কী করব? অবশ্য মন্ত্রী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো চিড় ধরেনি এবং তা এখনও স্বাভাবিক আছে বলে দাবি করেন। প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত বুলগেরিয়া সফর ও আজ থেকে শুরু হওয়া তিন দিনের জাপান সফরের বিষয়ে অবহিত করতে মন্ত্রণালয় গতকাল বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। মন্ত্রণালয়ে আনক্লজ সভাকক্ষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মূল বিষয়ের বাইরেও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তুরস্ক থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে আনা হচ্ছে: ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার সংক্রান্ত খবরটি নাকচ করে দিয়ে বিবিসি’র এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে রিকল করেনি, কনসালটেশনের জন্য  ডেকেছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তুরস্কে আমাদের রাষ্ট্রদূতকেও আমরা ডেকে পাঠিয়েছি। তুরস্ক বাংলাদেশকে এমন তথ্য জানিয়েছে দাবি করে মন্ত্রী বলেন, পরামর্শের জন্য তারা তাদের দূতকে ডেকে পাঠিয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। পরামর্শের জন্য আঙ্কারা থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকেও  ডেকে আনা হচ্ছে বলে জানান তিনি। অপর এক প্রশ্নে মন্ত্রী মাহমুদ আলী তুরস্কের সঙ্গে সম্পর্কে কোনো টানাপড়েন নেই। কোনো অসুবিধা নেই বলেও দাবি করেন। আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা মন্ত্রী জানালেও, রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী পরে  টেলিফোনে বিবিসিকে বলেন, এখনও এ ধরনের কোনো তলব তিনি পাননি।
বিএনপি-জামায়াতের অভিযোগের আইনগত ভিত্তি নেই: সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগগুলো বিএনপি ও জামায়াতে ইসলামী আন্তর্জাতিক অপরাধ আদালতে করেছিল, তা নাকচ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল তিনি বলেন, “ওই আদালতের একজন প্রসিকিউটর ফাতোউ  বেনসউদা সমপ্রতি এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, এসব অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। জামায়াত ও বিএনপি ২০১৩ সাল থেকে  নেদারল্যান্ডসের দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগগুলো করেছিল বলে জানান মন্ত্রী। বিএনপি ও জামায়াতের অভিযোগ, আওয়ামী লীগ  নেতৃত্বাধীন সরকারবিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আবারও প্রমাণ হলো, জামায়াত-বিএনপি ও তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ১৯৭১ সালে তাদের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ ধামাচাপা দেয়ার জন্য এ ধরনের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
দিল্লি প্রশ্নে বাংলাদেশের অবস্থান; এটি এখনও প্রিম্যাচিউর: সংবাদ সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্যের সামপ্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে বাংলাদেশের জন্য  কোনো উদ্বেগ আছে কি-না জানতে চাওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী তা নাকচ করেন। বলেন, না। আমরা কোনো উদ্বেগের কারণ দেখছি না। এটা ভারতের অভ্যন্তরীণ প্রক্রিয়া। আমি নির্বাচিতদেরকে অভিনন্দন জানিয়েছি। আসামে ‘অনুপ্রবেশ’ ইস্যুতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সমপ্রতি গণমাধ্যমকে বলেছেন, ‘দিল্লি চাইলে এ বিষয়ে বাংলাদেশ কথা বলতে আগ্রহী’। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, তাহলে কী বাংলাদেশ এ বিষয়ে কোনো অবস্থান নিয়ে ফেলছে। মন্ত্রী তাও নাকচ করেন। বলেন, না। বিষয়টি এখনও প্রিম্যাচিউর’ অবস্থায় রয়েছে। সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিক শফিক রেহমানকে আইনি সহায়তা দিতে বৃটেন যে কনসুলার সুবিধা চেয়েছে সেটি এখনও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান। সেখানে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে ঢাকা আশাবাদী বলেও জানান তিনি।

Leave a Reply