“তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় “

01/02/2024 5:23 pmViews: 3

বিশেষ প্রতিবেদন : প্রতিদিন কতো খবর আসে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে!!
ফুটপাতে বসে পএিকা পড়া বয়স্ক জামাল উদ্দিন (ছদ্দনাম) হয়তো নিজের জীবনের কোন খবর পড়তেছে পএিকায়। গতকাল দুপুরের সময় লক্ষ্মীপুর সদরের ময়লার ট্রাকের পাশে বসে আপন মনে পএিকা পড়ছেন ওই বৃদ্ধ । অনেক সময় ধরে দেখলাম তিনি পএিকা পড়তেছে, আশেপাশের কয়েকজন ড্রাইভার ও চা দোকানদারের কাছে জানতে চাইলাম ওনার পরিচয় কিন্তু ওনারা বলতে পারেনি। তবে দেখে মনে হচ্ছে কোন এক সময় সবকিছু ‘ই ছিলো আজ নিঃসঙ্গতা ভর করেছে ওনার জীবনে। জ্ঞান আহরণ করার তীব্র নেশা থাকলেও হয়তো কোন কারণে কিংবা অলসতা ‘র কারণে সময় করতে পারেনি, এখন হাতে অনেক সময় আছে।

আমরা আমাদের জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করি শুধু নিজেদের সুখ শান্তি আর টাকা উপার্জনের পিছনে। কর্ম জীবনের পরেও যে নিজের একটা ব্যক্তি জীবন আছে, নিজের একান্ত কিছু ভালোলাগা থাকতে পারে সেই বিষয়টা আমরা খুব একটা উপল‌দ্ধি করিনা কিংবা করার চেষ্টাও করিনা। আবর্জনার ট্রাকের পাশে বসে থাকা মানুষটা কতটা অসহায়, কতটা মর্মাহত, কতটা আপেক্ষ নিয়ে নিরবে পএিকা পড়তেছে হয়তো আমরা তা কখনোই বুঝতে পারবোনা। বৃদ্ধলোক কথা বলতে রাজি হয়নি বলে ওনার জীবনের বিস্তারিত ইতিহাস জানা হয়নি।

“দুখের দহনে তিলে তিলে তার ক্ষয়,
তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়,,,,,,,
ফুটপাতের জীবন,,,

Leave a Reply