তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

15/01/2014 9:43 pmViews: 2

 

 

ঢাকা,  ১৫ জানুয়ারি :  মাঘ মাসের শুরুতেই তীব্র শীতে রাজধানীসহ সারাদেশে মানুষের জনজীবন বিপর্যস্ত। ঘনকুয়াশার আড়ালে সুর্যের দেখা মিলছে না। বুধবার সারাদিনই রাজধানী ছিল কুয়াশার চাদরে ঢাকা।

রাজধানীসহ সারাদেশে চারদিকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে। শীতে কাঁপন ধরাচ্ছে হাড়ে। তীব্র শীতে জবুথবু অবস্থা সকলের। দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। বিশেষ করে রেলস্টেশন, ফুটপাতে যাদের বসতি তাদের ভোগান্তি চরমে।

প্রতি বছরের মতো এবারও সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, শ্রীমঙ্গলসহ দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চরম দুর্দশায় পড়েছেন মানুষ। শীত বস্ত্রের অভাবে খড়ে আগুন জ্বালিয়ে দিনে শীত নিবারণ আর রাত কাটছে ঠান্ডায় জমে যাওয়াতে।

তীব্র শীতে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্নস্থানে মানুষ চরম দুর্ভোগে থাকলেও সরকারী ত্রাণ পাচ্ছে না অনেক মানুষ। বিভিন্ন জেলায় শীতার্তদের সংখ্যার তুলনায় কম্বল বরাদ্দ হয়েছে অনেক কম। বিভিন্ন এলাকার জেলা প্রশাসক আরো কম্বল বরাদ্দের জন্য চিঠি পাঠালেও কম্বল পান নি এখনও।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ অবস্থা চলবে আরও দু’তিন দিন। বুধবার সকাল ৯টার দিকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য বিবরণীতে জানানো হয়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াড়াঙ্গায়, ১০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। রাজধানী ঢাকায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রী সেলসিয়াস।

এছাড়া দিনাজপুরে ১১ দশমিক ৬, সাতক্ষীরায় ১২ দশমিক ৬, রাজশাহীতে ১২ দশমিক ৪, রংপুরে ১২ দশমিক ৮ ডিগ্রী  সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply