তিস্তার সমস্যা সমাধানে মোদিকে জাপার আহ্বান

07/06/2015 6:03 pmViews: 8
তিস্তার সমস্যা সমাধানে মোদিকে জাপার আহ্বান

০৭ জুন, ২০১৫

তিস্তা নিয়ে চলমান সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

রোববার বিকালে হোটেল সোনারগাঁওয়ে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ত্রিশ মিনিটের এ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নরেন্দ্র মোদি বলেছেন, দুই দেশ মিলেমিশে আলোচনা করলে সব সমস্যা সমাধান সম্ভব। এদিকে, জাপার পক্ষ থেকে মোদিকে জানানো হয়েছে-বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতে আছে। ভিসা সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

রওশন এরশাদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন- জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ প্রেসিডিয়াম সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সেলিম উদ্দিন এমপি।

Leave a Reply