তিন প্রিন্সকে গ্রেফতার সৌদি যুবরাজের 

09/03/2020 9:38 pmViews: 18

তিন প্রিন্সকে গ্রেফতার সৌদি যুবরাজের

তিন প্রিন্সকে গ্রেফতার সৌদি যুবরাজের 
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের কর্তৃপক্ষ রয়্যাল পরিবারের তিন জন সদস্যকে আটক করেছে। আটক তিন জনের মধ্যে দুই জন সিনিয়র প্রিন্স আছেন বলে খবরে বলা হয়েছে।

অজ্ঞাত সূতের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, শুক্রবার বাদশাহ সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুলাজিজ-আল-সৌদ ও রাজার ভাগ্নে প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। রাস্ট্রদোহিতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফকেও আটক করা হয়েছে।

তবে সৌদি কর্তৃপক্ষ তিন প্রিন্সকে গ্রফতারের বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে অভিযোগ উঠেছে সিংহাসন পাকাপোক্ত করতেই যুবরাজ মোহাম্মদ সালমানের নির্দেশে তিন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন ভিত্তিক আরএএনডি কর্পোরেশনের পলিসি বিশ্লেষক বেক্কা ওয়াসের এ নিয়ে বলেন, যুবরাজ সালমান তার উত্থানের যে কোনও হুমকি এবং তার শাসনের সমালোচকদের জেল দিয়েছেন বা হত্যা করেছে। ভবিষ্যতে যেকেউ যেন তার বিরুদ্ধে কথা না বলে এটি তারই বার্তা।

Leave a Reply