তিন নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

27/07/2015 12:31 pmViews: 6

  ২৭ জুলাই ২০১৫, সোমবার

নাশকতার চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে এক সপ্তাহের মধ্যে বিচারকি আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। বিএনপির ওই চার নেতাকে ৫৬ মামলায় দেয়া হাইকোর্টের জামিনের স্থগিতাদেশ চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার  সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। মামলাগুলোর মধ্যে রয়েছে এম কে আনোয়ারের নয়টি, তরিকুল ইসলামের চারটি, আব্দুল আউয়াল মিন্টুর একটি ও আমান উল্লাহ আমানের ৪২টি।

Leave a Reply