তিন খান একই ছবিতে

02/06/2015 3:47 pmViews: 13

তিন খান একই ছবিতে

khan

ভক্তদের অপেক্ষার ফালা ২০১৭ সালে শেষ হতে যাচ্ছে একই বলিউডের একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে তিন খানকে আমির, শাহরুখ ও সালমান ভক্তদের অপেক্ষার পালা এবার শেষ হতে যাচ্ছে। একসঙ্গে একই ছবিতে অভিনয় করবেন এই তিন খান। এমনটাই জানিয়েছেন পরিচালক সাজিদ নাজিদওয়ালা।

যেখানে এক বছর আগে এই তিন খানের দেখা পাওয়া মুশকিল ছিলো সেখানে এখন একসঙ্গে ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা। তাদের এই ছবির মাধ্যমে আমির, শাহরুখ এবং সালমান খান ভক্তদের মনের আশা এতদিনে পূরণ হতে যাচ্ছে এমনটাই জানিয়েছেন পরিচালক।

পরিচালকের এক ঘনিষ্ঠসূত্রে জানা যায়, সিনেমার গল্প এমন হবে যেন তিন জনের ভূমিকায় সমান থাকে। যদি তা না হয় তাহলে তাদের ভক্তদের ধোকা দেওয়া হবে। ছবিটির সকল দায়িত্ব নিয়েছেন সাজিদ নাজিদওয়ালা নিজেই। সবকিছু ঠিক থাকলে ছবিটির শুটিংয়ের কাজ ২০১৭ সালের জানুয়ারির মধ্যে শুরু হয়ে যাবে এবং সে বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে।

Leave a Reply