তিতাসে আলোচিত মানিক হত্যা মামলার মূল আসামী গ্রেফতার: হত্যা মামলা দায়ের

23/03/2024 3:18 pmViews: 3


মোঃ দেলোয়ার, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে আলোচিত মানিক হত্যা মামলার মূল আসামী বাহাউদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। এসআই রফিকুল ইসলাম রাফি সহ তিতাস থানা পুলিশের অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টীম অভিযান পরিচালনা করে অদ্য ট্রলার যোগে পালানোর চেষ্টা কালে ২২ মার্চ ভোর ০৫.৩০ ঘটিকার সময় তিতাস থানাধীন জগতপুর ইউপি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে সংঘটিত মানিক মিয়া হত্যাকান্ডের মূল অভিযুক্ত আসামী মোঃ নায়ব আলী ভূইয়ার ছেলে মোঃ বাহাউদ্দিন(৩৮)। তার বাড়ি সাং-কানাইনগর (পশ্চিম পাড়া চকের বাড়ি), থানা-তিতাস, জেলা-কুমিল্লাকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ বলেন, স্বল্প সময়ের মধ্যে আমরা প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উল্লেখিত আসামীকে বিধি মোতাবেক আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের বাবা মুখলেসুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। অন্য আসামীরা হলো তার বাবা নায়েব আলী ভূইয়া, ভাই জলিল ও আলাল প্রমূখ।

Leave a Reply