‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি দেশে ফিরে আসবেন। তার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র অভিযোগ করে বলেন, বিএনপি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ন্যায় বিচার হলে আমরা ন্যায় বিচার পেতাম। বর্তমান বিচার প্রক্রিয়া চলছে রাজনৈতিক বিবেচনায়।
দেশে আইনের শাসন অনুপস্থিত মন্তব্য করে তিনি বলেন, কোনো ঘটনা ঘটার পর বিচারের আগেই সরকারের মন্ত্রী-এমপিরা বলেন কার ফাঁসি হবে, কার জেল হবে।