তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

03/05/2017 10:24 amViews: 6
তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে গাজীপুরে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুর মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূঞা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অর্থ যোগান ও উস্কানি দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডনে অবস্থান করে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ২০১৫ সালের ২১ জানুয়ারি গাজীপুর সদরের হোতাপাড়ায় একটি বাসে কেরোসিন ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে সহযোগিতা করেছেন। এ অভিযোগে এ এসআই দিলীপ চন্দ্র সরকার বাদি হয়ে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট পুলিশ তারেক রহমান, তার সহযোগী লুত্ফর রহমান বাদল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনিসহ বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর দীর্ঘদিন মামলা চলাকালে আসামিরা পলাতক থেকে আদালতে হাজিরা না দেওয়ায় মঙ্গলবার         আদালত তারেক রহমান, লুত্ফর রহমান বাদল ও মঞ্জুরুল করিম রনিসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Leave a Reply