তারেকের কোমরে ফেন্সিডিল: ফেসবুকে খালেদা জিয়া-তারেককে নিয়ে এসব কী?
ডেস্ক : বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানকে নিয়ে ফেসবুকে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তাঁদের ছবি বিকৃত করে জুড়ে দেয়া হচ্ছে অশোভন মন্তব্য। এসব বানোয়াট ছবি বিভিন্ন একাউন্ট থেকে শেয়ার করে ছড়িয়ে দেয়া হচ্ছে। এনিয়ে অনলাইনে চলছে পাল্টাপাল্টি মন্তব্য।
বিভিন্ন ব্যক্তি এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে করা একটি পেজ থেকেও ছড়ানো হচ্ছে বিকৃত ছবি। যোগাযোগ করা হলে আওয়ামী লীগ জানিয়েছে, দলের নাম ব্যবহার করে কারা এসব করছে তা তারা জানেন না। তবে বিষয়টি খতিয়ে আশ্বাস দিয়েছেন দলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। আর আগামী নির্বাচনে ভরাডুবি জেনেই সরকার দল পরিকল্পনা করেই এসব করছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ শুধু বিরোধীদলের ওপর অত্যাচার নির্যাতনই চালায়নি বরং সংসদের বিরোধীদলীয় নেতার বক্তব্যকেও বিকৃত করেছে। বেগম জিয়ার বক্তব্য যেন মিডিয়াতে সঠিকভাবে প্রকাশিত না হয় সে ব্যাপারেও চেষ্টা চালিয়েছে।’
তবে আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল বলেন, ‘প্রযুক্তির অপব্যবহার করে অনেক কিছুই করা সম্ভব। এরকম কিছু হয়েছে কি না তা না জেনে নিশ্চিত করে বলা যাবে না।’
কেবল বিরোধীদলীয় নেতা ও ছেলেই নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও নানা কুৎসা রটানো হয়েছে ফেসবুকে। ছবি বিকৃত করে নানা অশালীন কথাও ছড়ানো হচ্ছে। জাতীয় নেতাদের বিরুদ্ধে এসব অপপ্রচার চললেও দায়ীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকার।
জানতে চাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর বিটিআরসি নজরদারী করে। এব্যাপারে তাদের একটি মনিটরিং সেলও রয়েছে। কারো ছবি বা তথ্য বিকৃত করে অপপ্রচার করা হলে সেটি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিটিআরসিতে অভিযোগ করলে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।’
খালেদা-তারেককে নিয়ে ফেসবুকে যা হচ্ছে:
গত ১৭ সেপ্টেম্বর রিপন কানাডা নামের একটি একাউন্ট থেকে তারেক রহমানের ছবি পোস্ট দেয়া হয়েছে। যাতে দেখা গেছে, তারেক রহমানের কোমরে ফেনসিডিলের বোতল গুজে রাখা আছে। এর নীচে বিভিন্ন ধরনের অন্তত ১৫টি মন্তব্য করা হয়েছে। ছবিটি প্রতিবাদও জানিয়েছেন অনেকে। তবে বিকৃত ওই ছবিটির মূল উৎসও খুঁজে পাওয়া গেছে। ছবিটি নেয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর নামে খোলা ফেসবুক পাতা থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের একাধিক ছবি বিকৃত করে পোস্ট দেয়া হয়েছে। এর মধ্যে শনিবার শেয়ার দেয়া তারেক রহমানের একটি ছবিতে নম্বর দিয়ে ‘দুর্নীতিবাজ ও জঙ্গিবাজ’ লেখা হয়েছে। ছবিটি শেয়ার দেয়া হয়েছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ…জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ নামে একটি পেজ থেকে। অন্যদিকে ওই ছবিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তোফায়েল আহমেদ নামের এক ব্যবহারকারী তারেক রহমানের একটি বিকৃত ছবি জুড়ে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তারেক রহমানের দুই পাশে দুই নারী। এতে লেখা, ‘লন্ডনে ধার্মিক খালেদার ধার্মিক পুত্র।’
এছাড়া শুক্রবার আওয়ামী লীগ নামের ওই পেজ থেকে শেয়ার দেয়া একটি ছবিতে তারেক রহমানকে ‘চুর বাবা ৪২০’ নামে আখ্যায়িত করা হয়েছে। বিকৃত ওই ছবিটির মাথায় লেখা হয়েছে ‘ওয়ান্টেড’। ওই ছবিটি মেয়ার দেয়া হয়েছে ২২১ বার। লাইক পড়েছে ১১২৮টি। পাল্টাপাল্টি মন্তব্য পড়েছে ১৫৮টি। শুক্রবার একই পেজ থেকে শেয়ার দেয়া একটি ছবিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করা হয়েছে। বলা হয়েছে-‘বাংলার ডাইনিকে না বলুন।’ ছবিটির চারপাশে ‘মিথ্যা বলা, চুরি করা, দুর্নীতি করা, হত্যা করা, গুম করা’ ইত্যাদি মন্তব্যও জুড়ে দেয়া হয়েছে। উপরে শিরোনামে লেখা হয়েছে-‘বিএনপিকে ২০১৪ নির্বাচনে ছয়টি রোগের টিকা দিন।