তারেকের অর্থপাচার মামলায় খালাসের বিরুদ্ধে আপিলের রায় যেকোন দিন

16/06/2016 8:43 pmViews: 13
তারেকের অর্থপাচার মামলায় খালাসের বিরুদ্ধে আপিলের রায় যেকোন দিন
 
তারেকের অর্থপাচার মামলায় খালাসের বিরুদ্ধে আপিলের রায় যেকোন দিন
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারকে রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল শুনানি শেষ হয়েছে।  তবে সুনির্দিষ্ট দিন ধার্য না আগামী ১৪ জুলাইয়ের মধ্যে যেকোন দিন এই বিষয়ে রায় দেবে হাইকোর্ট।
বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। ২০১৩ সালে অর্থপাচার মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত । তবে মামলার অপর আসামি তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুর্নীতি দমন কমিশন। দুদকের পক্ষে শুনানি করেন রশীদ আলম খান।

Leave a Reply