তারানার চিঠিতে সাড়া দিল ফেসবুক

02/12/2015 1:48 pmViews: 11

তারানার চিঠিতে সাড়া দিল ফেসবুক

 

ঢাকা  : সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য চিঠি পাঠানোর একদিন পরই সাড়া দিয়েছে বর্তমানে বাংলাদেশে বন্ধ থাকা বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ই-মেইলে চিঠি পাঠানোর পর মঙ্গলবার ফেসবুকের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক পাবলিক পলিসির পরিচালক আঁখি দাশ ই-মেইলে প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠির জবাব দিয়েছেন।

জবাব পাওয়ার বিষয়টি প্রতিমন্ত্রী তারানা হালিম নিজেই বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন বলেন, ‘ফেইসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে এসে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। চলতি মাসেই এ আলোচনা হতে পারে।’

Leave a Reply