তারাই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে : রিজভী
রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার না করলে দেশের শিক্ষক সমাজই সরকারের পতন ঘটাতে পারবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সরকার ক্ষমতা টিকিয়ে রেখেছে। সরকার পুলিশ বাহিনীকে নিজেদের পেটোয়া বাহিনীতে পরিণত করেছে। সেই পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।
তিনি বলেন, সরকার কারো মতামতের তোয়াক্কা না করে একেবারে নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। তারা আবারো একটি নিশিরাতের পাতানো নির্বাচন করতে চায়।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দেশের শিক্ষক সমাজের জীবনমানের উন্নতি হয়েছে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদ এবং মোঃ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ আবদুর রহিম প্রমুখ।