তামিম ইকবালের রেকর্ড

16/01/2016 1:13 pmViews: 22
তামিম ইকবালের রেকর্ড
আবারো রেকর্ডের পাতায় নাম লেখালেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তামিম। ক্রিকেটের তিন ফরম্যাটে তার ছক্কার সংখ্যা ১০০টি।

শুক্রবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ রান করে আউট হন এ মারকুটে ব্যাটসম্যান। তবে আউট হওয়ার আগে নিজেকে ঠিকই রেকর্ডের পাতায় নিয়ে গেলেন তিনি।

এর আগে টেস্টে ২৭টি, ওয়ানডেতে ৬২টি ছক্কা মেরেছিলেন তামিম। তবে টি-টোয়েন্টিতে আজকের ম্যাচে সিকান্দার রাজাকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করেন তিনি। এটি ছিল টি-টোয়েন্টিতে তামিমের ১১তম ছক্কা।

সর্বোচ্চ ছক্কার তলিকায় বাংলাদেশীদের মধ্যে ৯২টি ছক্কা নিয়ে দুইয়ে আছেন মুশফিকুর রহিম। ৮৯টি ছক্কা নিয়ে মাশরাফি রয়েছেন তিনে।

Leave a Reply