তামিম ইকবালের রেকর্ড
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তামিম। ক্রিকেটের তিন ফরম্যাটে তার ছক্কার সংখ্যা ১০০টি।
শুক্রবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ রান করে আউট হন এ মারকুটে ব্যাটসম্যান। তবে আউট হওয়ার আগে নিজেকে ঠিকই রেকর্ডের পাতায় নিয়ে গেলেন তিনি।
এর আগে টেস্টে ২৭টি, ওয়ানডেতে ৬২টি ছক্কা মেরেছিলেন তামিম। তবে টি-টোয়েন্টিতে আজকের ম্যাচে সিকান্দার রাজাকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করেন তিনি। এটি ছিল টি-টোয়েন্টিতে তামিমের ১১তম ছক্কা।
সর্বোচ্চ ছক্কার তলিকায় বাংলাদেশীদের মধ্যে ৯২টি ছক্কা নিয়ে দুইয়ে আছেন মুশফিকুর রহিম। ৮৯টি ছক্কা নিয়ে মাশরাফি রয়েছেন তিনে।